মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন বাংলাদেশি শ্রমিকরা: আইন উপদেষ্টা

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়ায় এখন থেকে মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন।

আজ মঙ্গলবার দিবাগত রাতে এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।

তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি বলেন, 'মালয়েশিয়ায় যারা বাংলাদেশি আমাদের শ্রমিক ভাই-বোনরা আছেন, তাদের জন্য মালয়েশিয়ান সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে এই ঘোষণা দিয়েছে। এটা অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে।'

'গত মে মাসে আমরা যখন মালয়েশিয়া সফর করি, তখন মালয়েশিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার ও প্রতিনিধি দলের বৈঠক হয়েছিল। আমরা শক্তভাবে বলেছিলাম, অন্য কোনো দেশের শ্রমিককে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হয় না। অন্য সবাইকে দেয় মাল্টিপল এন্ট্রি ভিসা, শুধু আমাদের দেয় সিঙ্গেল এন্ট্রি ভিসা। উনি অবাক হয়েছিলেন এবং বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে নিশ্চিত করেছিলেন, বাংলাদেশের ক্ষেত্রে এই বৈষম্য আছে। তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছিলেন। আমরা অপেক্ষা করছিলাম, যোগাযোগ রেখেছি,' জানান তিনি।

মালয়েশিয়ার ব্যাপারে আরও কিছু সুখবর শিগগির দিতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন আসিফ নজরুল।

তিনি বলেন, 'ইতোমধ্যে আমাদের একটি প্রতিনিধি দল মালয়েশিয়ায় আছে। সামনে মাসে বড় পর্যায়ে একটা সফর হওয়ার কথা আছে।'

Comments

The Daily Star  | English

EC unveils roadmap for 13th national polls

Delimitation, voter list and party registration among 24 key tasks ahead of February 2026 vote

2h ago