নিউমার্কেটের রাস্তা যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে

আগুন নেভানোর কাজ নির্বিঘ্নে শেষ করার জন্য নিউমার্কেটের আশপাশের রাস্তা বন্ধ রাখার প্রয়োজন হয়েছিল। ফলে, সায়েন্স ল্যাব থেকে হোম ইকোনমিক্স কলেজ পর্যন্ত যান চলাচল আজ সকাল ৬ পর্যন্ত বন্ধ ছিল।
নিউমার্কেটের রাস্তা খোলা
রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগার কারণে একদিন বন্ধ থাকার পর নিউমার্কেটের সামনের রাস্তায় যান চলাচল শুরু হয়েছে। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগার কারণে একদিন বন্ধ থাকার পর নিউমার্কেটের সামনের রাস্তা যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

আজ রোববার সকাল ৬টায় এই রাস্তায় আবার যান চলাচল শুরু হয়েছে।

নিউ সুপার মার্কেটে আগুন পুরোপুরি নিভে যাওয়ায় যান চলাচল শুরু হয়।

পুলিশ কর্মকর্তারা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, আগুন নেভানোর কাজ নির্বিঘ্নে শেষ করার জন্য নিউমার্কেটের আশপাশের রাস্তা বন্ধ রাখার প্রয়োজন হয়েছিল। ফলে, সায়েন্স ল্যাব থেকে হোম ইকোনমিক্স কলেজ পর্যন্ত যান চলাচল আজ সকাল ৬ পর্যন্ত বন্ধ ছিল।

এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'আজ সকাল ৬টা থেকে সব ধরনের যানবাহন চলাচলে অনুমতি দেওয়া হয়েছে।'

গতকাল শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সেদিন সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

Comments