যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর যাত্রাবাড়ী হাসেম রোডে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক ইমরান মিয়া (৩৫) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। ওই ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাসেম রোড মাল্টিমিডিয়া পাম্পের সামনে ওই দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ৪টার দিকে ইমরানকে মৃত ঘোষণা করা হয়।

ইমরান শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার মৃত মনসুর রহমানের ছেলে। দুই ছেলে ও এক মেয়েসহ পরিবার নিয়ে কদমতলীর খানকা শরীফ এলাকায় থাকতেন।

ইমরানের চাচা মো. শাহজাহান মিয়া জানান, মোটরসাইকেলে ইমরান এবং তার ছোট বোন জামাই রায়েরবাগ থেকে তাদের বাসায় ফিরছিলেন। পথে হাশেম রোডের পাম্পের সামনে আসলে একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। আহত অবস্থায় পথচারীরা তাদের দুজনকে হাসপাতালে নিলে ইমরান মারা যান। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার হাত ভেঙে গেছে। তবে তার নাম জানাতে পারেননি তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে তাদেরকে পথচারীরা হাসপাতালে নিয়ে আসে। আহত ব্যক্তির হাত ভেঙ্গে গেছে তাকে ভর্তি রাখা হয়েছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।

Comments

The Daily Star  | English

US tariff at 20% 'satisfactory', says Khosru

Will comment after knowing full details of the deal

2h ago