ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষে এক শিশুসহ ২ জন মারা গেছেন। আহত হয়েছেন ১০ জন।     

আজ রোববার দুপুর পৌনে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের কেউটখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাহসিন শেখ (৬) মাদারীপুরের কালকিনি উপজেলার ঢাকেরহাট গ্রামের আরিফ হোসেনের ছেলে এবং জাহিদ হাসান (৪৩) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুটগাও এলাকার বাসিন্দা। 

হাঁসাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আজিজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, দুপুরে ঢাকামুখী শরিয়তপুর পরিবহনের একটি বাস দুর্ঘটনাকবলিত হয়ে এক্সপ্রেসওয়েতে থেমে যায়। এ বাসের যাত্রীরা তখন বাস থেকে সড়কে নেমে অন্যান্য বাসে উঠতে শুরু করেন।   

সাকুরা পরিবহন ও মোল্লা পরিবহনের ২টি বাসও সেখানে ছিল। এ সময় পেছন থেকে আসা আরেকটি বাস মোল্লা পরিবহনকে জোরে ধাক্কা দিলে ৪ বাসের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে সড়কে দাঁড়িয়ে থাকা ২ যাত্রী ঘটনাস্থলেই মারা যান।           

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজ রিবেন জানান, এ ঘটনায় ১০ জন বাসযাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন- তানিয়া আক্তার(২৫), সুমাইয়া (১৮), আক্তার হোসেন (৩৩), তনয় বরাল (২৩), ফেরদৌসি আক্তার (৫০), হেনেরা বেগম (৬১), সিরিন সুলতান (৩৮), মনির হোসেন (৪০), নজরুল ইসলাম (৬০), গোলাম কবির (৪৫)।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. যুবায়েত হোসেন খান বলেন, 'বিকেল ৪ টা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় আহত ৮ জন রোগী আমাদের হাসপাতালে এসেছেন। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।'

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন বলেন, 'বাসগুলোকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় রাস্তায় প্রায় ৩ কিলোমিটার যানজট তৈরি হয় এবং কিছু সময় বাস চলাচল বন্ধ থাকে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।'

Comments

The Daily Star  | English

National charter to be finalised by end of this month: Ali Riaz

Says agreement reached on many issues, hopes for resolution on caretaker system in days

15m ago