উখিয়ায় ট্রাকচাপায় অটোরিকসার ৪ যাত্রী নিহত

কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকসার ৪ যাত্রী নিহত ও একজন আহত হয়েছেন।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকসার ৪ যাত্রী নিহত ও একজন আহত হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হিজলিয়ায় ওই দুর্ঘটনা ঘটে।

উখিয়ার থাইংখালীস্থ শাহপরী হাইওয়ে পুলিশের পরিদর্শক সাইফুল আলম বলেন, 'সকাল সাড়ে ৯টার দিকে হিজলিয়ায় কক্সবাজার থেকে টেকনাফগামী একটি ট্রাক যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকসাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জন ও উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।'

নিহতরা হলেন—উখিয়ার পাগলির বিল গ্রামের মৃত জয়নাল উদ্দিনের স্ত্রী সালমা খাতুন (৪৫), গুরা মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম (২৫)  ও রামু উপজেলার ফতেখাঁরকুল গ্রামের মনীন্দ্র ধরের ছেলে বিটু ধর (৪০)। একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মহিউদ্দিন বলেন, 'এই দুর্ঘটনায় ৪ জন নিহত ও একজন আহত হয়েছেন। আহত হাবিব উল্লাহ (৩০) রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের সিকদার পাড়ার নুরুল আলমের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।'

Comments