অটোরিকশা থেকে ছিটকে পড়ল শিশু, চাপা দিলো ভটভটি

Feni Map
স্টার অনলাইন গ্রাফিক্স

ফেনীর ছাগলনাইয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় সাড়ে ৩ বছরের এক শিশু নিহত হয়েছে।

আজ বুধবার সন্ধ্যার সময় ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত মুসাদ্দিক আলম উপজেলার শুভপুর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের আবদুর রহমান রনির ছেলে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ও স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাগলনাইয়া থেকে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়ক হয়ে আবদুর রহমান রনির স্ত্রী শিশু সন্তানকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি যাচ্ছিলেন। সুবেদারী রাস্তার মাথায় পৌঁছলে শিশুটি হঠাৎ অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যায়।

এ সময় পেছন থেকে একটি দ্রুতগামী ভটভটি শিশুটিকে চাপা দেয়। এতে শিশু মুসাদ্দিক গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

Comments

The Daily Star  | English

Diplomatic push loses steam

Iran says European proposals ‘unrealistic’; Trump says Europe’s diplomacy unlikely to yield results

6h ago