অটোরিকশা থেকে ছিটকে পড়ল শিশু, চাপা দিলো ভটভটি

ফেনীর ছাগলনাইয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় সাড়ে ৩ বছরের এক শিশু নিহত হয়েছে।
Feni Map
স্টার অনলাইন গ্রাফিক্স

ফেনীর ছাগলনাইয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় সাড়ে ৩ বছরের এক শিশু নিহত হয়েছে।

আজ বুধবার সন্ধ্যার সময় ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত মুসাদ্দিক আলম উপজেলার শুভপুর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের আবদুর রহমান রনির ছেলে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ও স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাগলনাইয়া থেকে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়ক হয়ে আবদুর রহমান রনির স্ত্রী শিশু সন্তানকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি যাচ্ছিলেন। সুবেদারী রাস্তার মাথায় পৌঁছলে শিশুটি হঠাৎ অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যায়।

এ সময় পেছন থেকে একটি দ্রুতগামী ভটভটি শিশুটিকে চাপা দেয়। এতে শিশু মুসাদ্দিক গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

Comments