কুষ্টিয়ায় ২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Road Accident logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলায় ২ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।

আজ সোমবার ভোরে সদর উপজেলার উজানগ্রাম ও কুমারখালীর আলাউদ্দিন নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জেলার দৌলতপুর উপজেলার শশীধরপুর এলাকার হোসেন সানু প্রামাণিকের ছেলে আজিল প্রামাণিক, বারী সর্দারের ছেলে ইনতা সর্দার, ইজ্জত আলীর ছেলে গাফফার আলী ও নওগাঁ জেলার সাপাহার উপজেলার ইমদাদুল ইসলামের ছেলে ট্রাকচালক মফিজুল ইসলাম।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'আজিল প্রামাণিক, ইনতা সর্দার ও গাফফার আলী ট্রাকে চড়ে পেঁয়াজের বীজ কিনতে রাজবাড়ীর গোয়ালন্দ চরে যাচ্ছিলেন। তারা ট্রাকের ওপরে ছিলেন। ভোর ৬টার দিকে আলাউদ্দিন নগর এলাকায় নসিমন, ট্রাক ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ৩ জনই ট্রাক থেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।'

অন্যদিকে, কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম এলাকায় ভোর ৫টার দিকে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের চালক মফিজুল ইসলাম নিহত হয়েছেন।

ওসি ইদ্রিস আলী বলেন, '২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নওগাঁ জেলার সাপাহার উপজেলার ইমদাদুল ইসলামের ছেলে ট্রাকচালক মফিজুল নিহত হন।'

নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

59m ago