বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীসহ ৩ জনের মৃত্যু

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মালয়েশিয়া প্রবাসীসহ ৩ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
৩ জন মৃত্যুতে পরিবারের সদস্যদের আহাজারি। ছবি: সংগৃহীত

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মালয়েশিয়া প্রবাসীসহ ৩ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ শনিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন- মালয়েশিয়া প্রবাসী মো. হেলাল (৩৫), বেলায়েত পহলান (২৫) এবং রবিউল ইসলাম (১৪)। আহত ব্যক্তির নাম আরিফ (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, হেলাল ১৪ বছর ধরে মালয়েশিয়া প্রবাসী। গত সপ্তাহে তিনি বাড়ি আসেন। এরপর নতুন পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেন। দুপুরের দিকে মামাতো ভাই বেলায়েত, প্রতিবেশী রবিউল ও আরিফকে নিয়ে পুরনো ঘরটি সরাতে যান। এ সময় পাশে থাকা বিদ্যুতের তার ছিঁড়ে ঘরের টিনে লেগে যায় এং ৪ জনই বিদ্যুৎস্পৃষ্ট হন।

তাদের উদ্ধার করে স্বজনরা বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলায়েত, হেলাল ও রবিউলকে মৃত ঘোষণা করেন। আহত আরিফকে হাসপাতালে ভর্তি করা হয়।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাছান বলেন, 'সদর থানার ওসিকে নিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি একটি দুর্ঘটনা। পরিবারের কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।'

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, মৃতদের দাফনের জন্য প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

Comments