শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

‘আমরা ধারণা করছি, বৈদ্যুতিক ক্যাবল সম্ভবত ছেঁড়া ছিল। হয়তো এ কারণেই পানির মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে তিনি মারা গেছেন।’
স্টার অনলাইন গ্রাফিক্স

শরীয়তপুর সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক হাচেন বেপারীর (৬০) মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আংগারিয়া ইউনিয়নের চরচটাং এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা বিদ্যুৎস্পৃষ্ট হাচেন বেপারীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহামেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'হাচেন বেপারী পেশায় একজন কৃষক। পাশাপাশি গরুর দুধ বিক্রি করে সংসার চালাতেন। প্রতিদিনের মতো তিনি গোয়াল ঘরের গোবর পরিষ্কার করছিলেন। গোবর পরিষ্কারের জন্য তিনি বৈদ্যুতিক মটর দিয়ে পানি ব্যবহার করছিলেন।'

তিনি বলেন, 'আমরা ধারণা করছি, বৈদ্যুতিক ক্যাবল সম্ভবত ছেঁড়া ছিল। হয়তো এ কারণেই পানির মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে তিনি মারা গেছেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।'

Comments

The Daily Star  | English

28 killed in mob beatings in September

Says HRSS report; 16 killed in 83 incidents of political violence last month

5m ago