বংশালে বহুতল ভবন থেকে পড়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর বংশাল এলাকায় একটি বহুতল ভবন থেকে পড়ে জিসান (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, জিসান গতকাল দুপুরে ৮/৩ রজনী বোস লেনে নানার বাসায় বেড়াতে এসেছিল। রাতে সপ্তম তলার ছাদ থেকে সে পড়ে যায়। আহত অবস্থায় জিসানকে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবুল খায়ের বলেন, কীভাবে এই ঘটনা ঘটেছে পুলিশ তা তদন্ত করে দেখছে।
Comments