দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড

নাটোর ও বেনাপোলে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

নাটোর ও বেনাপোলে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাত থেকে সকালের মধ্যে দুটি দুর্ঘটনা ঘটে।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

নাটোর ও বেনাপোলে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাত থেকে সকালের মধ্যে দুটি দুর্ঘটনা ঘটে।

এদিন ভোররাত ৪টার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার স্মরূপপুর রেলগেট এলাকায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন রাসেল হোসেন (২২)। রাসেল উপজেলার শ্রীরামপুর গ্রামের জমির উদ্দীনের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে শান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম বলেন, রাসেল নাটোরে প্রাণ কোম্পানিতে চাকরি করেন। সকালে ঘুম থেকে উঠে তিনি বাড়ির পূর্ব পাশে রেল লাইনের ওপরে গিয়েছিলেন। সেখানে ট্রেনে কাটা পড়েন তিনি।

সকাল ১১টার দিকে বেনাপোলের কাগজপুকুর এলাকায় ট্রেনে কাটা পড়ে আলী হোসেন (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।

আলী হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের রমজানের ছেলে।

বেনাপোল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেতাফুর রহমান জানান, সকাল ১১টার দিকে আমরা খবর পাই কাগজপুকুর বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। রেল পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Comments