ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত

গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুন
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ফরিদপুরে টেনের নিচে কাটা পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছে। 

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বাখুন্ডার জামতলা এলাকায় রাজবাড়ী-ভাঙ্গা রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম লাবিব (১৮)। ফরিদপুর শহরের দক্ষিণ টেপাখেলা মহল্লার বাসিন্দা মো. লিটনের একমাত্র ছেলে লাবিব চলতি বছর ফরিদপুর জিলাস্কুল থেকে এসএসসি পাশ করেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ফরিদপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আলাওয়াল হোসেন জানান, দুটি মোটরসাইকেল নিয়ে লাবিবসহ চার বন্ধু বাখুন্ডার জামতলায় গিয়ে রেল লাইনের ওপর টিকটক করছিল। সেসময় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চলে এলে লাবিবের তিন বন্ধু দ্রুত সরে যেতে পারলেও লাবিব ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলই নিহত হয়।

জানতে চাইলে ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, 'ঘটনাস্থলে এসে এলাকাবাসীর কাছ থেকে আমরা জানতে পেরেছি ওই তরুণ টিকটক করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন। তবে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা রাজবাড়ী রেলওয়ে পুলিশ নেবে।'

ঘটনার সত্যতা নিশ্চিত রাজবাড়ী রেলওয়ে পুলিশের ওসি সোমনাথ বসু বলেন, 'ঘটনার সময় বেনাপোল এক্সপ্রেস নামের ট্রেনটি ঢাকা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। রেল পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এ ব্যাপারে যাবতীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

 

Comments

The Daily Star  | English

China accuses Trump of 'pouring oil' on Iran, Israel conflict

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

5h ago