শীতলক্ষ্যায় নৌকাডুবিতে ৩ জনের মৃত্যু

Narayanganj Map
স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় ৩ যাত্রীর মৃত্যু হয়েছে৷ 

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শহরের হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাট এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। 

নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি মো. মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।  তিনি বলেন, 'নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ছিলেন ৩ যাত্রী৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রথমে ২ জন এবং পরে ১ জনের মরদেহ উদ্ধার করে৷ মো. শাওন (১৪) ও মো. শাহ্ পরান (১৫) ও মো. রিফাত (২১) নামে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।' 

নিহত ৩ জনই শহরের খানপুর বাজার এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ৷

প্রত্যক্ষদর্শীরা জানান, ১২-১৩ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি নবীগঞ্জ ঘাট ছেড়ে হাজীগঞ্জের দিকে আসছিল৷ মাঝনদীতে নৌকাটি ডুবে যায়৷

নৌকার চালক বন্দরের নবীগঞ্জ এলাকার বাসিন্দা আলমগীর হোসেন বলেন, 'যাত্রীরা সবাই বন্ধু ছিলেন৷ তারা সবাই একসাথে নৌকার সামনের দিকে ভর করেছিলেন৷ মাঝনদীতে নৌকাটি সামনে দিক দিয়ে ডুবে যায়৷ বাকিরা সাঁতরে উঠলেও ৩ জন নিখোঁজ হয়৷ পরে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল৷'

নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জানান  বলেন, 'নৌকাটি বন্দরের নবীগঞ্জ ঘাট থেকে শহরের হাজীগঞ্জের ঘাটের দিকে যাচ্ছিল৷ ঘাটের লোকজন বলছেন, নৌকাটির ধাক্কা লেগেছিল ফেরির সঙ্গে৷ বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে৷'

এদিকে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধারের পর উদ্ধার অভিযান শেষ করার কথা জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মেদ৷ 

তিনি বলেন, 'আর কারো নিখোঁজের তথ্য না থাকায় রাত সাড়ে ১২টার দিকে অভিযান শেষ করা হয়েছে৷'

 

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

5h ago