নাটোরে হালতি বিলে নৌকা ডুবে আপন ২ ভাইয়ের মৃত্যু
নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে ভ্রমণে গিয়ে নৌকাডুবিতে আপন ২ ভাইয়ের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যার দিকে হালতি বিলের খোলাবাড়িয়া জিরো পয়েন্টে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মেহেরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুই ভাই হলো-লালপুর এলাকার আরিফ ইসলামের ছেলে আব্দুর রহমান (৬) ও সাদমান আব্দুল্লাহ (৮)।
ফায়ার সার্ভিস জানায়, বিলে ভ্রমণ করতে গিয়ে নৌকাডুবিতে ২ ভাই নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মেহেরুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'আরিফ ইসলাম বৃদ্ধ মা, স্ত্রী ও তার ২ ছেলে আব্দুর রহমান ও সাদমান আবল্লাহকে নিয়ে নলডাঙ্গায় বেড়াতে আসে। বিকেলে তারা আত্মীয়-স্বজনসহ ১৭ জন নৌকা ভাড়া করে হালতি বিলে ভ্রমণ করেন। সন্ধ্যা ৬টার দিকে হালতি বিলের খোলাবাড়িয়া জিরো পয়েন্টে নৌকাটি ডুবে যায়।'
নৌকার ১৭ যাত্রীর মধ্যে ১৫ জন পাড়ে উঠে এলেও শিশু আব্দুর রহমান ও সাদমান আব্দুল্লাহ নিখোঁজ হয় বলে জানান তিনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা হালতি বিলে গিয়ে ২ শিশুকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Comments