গাজীপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ আরও ১ জনের মৃত্যু

গাজীপুরে ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫ জনের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি হলেন, আল-আমিন হোসেন (২৫)।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

গাজীপুরে ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫ জনের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি হলেন, আল-আমিন হোসেন (২৫)।

আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সকালে দগ্ধ আতিকুল ইসলাম মিঠু ও সোমবার পারভেজ নামে দুজন মারা যান।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আল-আমিনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালীও পুড়ে গিয়েছিল তার।

আল-আমিনের চাচা মির্জা গালিব জানান, তাদের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামে। আল-আমিনের বাবার নাম মোহাম্মদ আলী।

Comments

The Daily Star  | English

BNP's meet with interim govt: Roadmap for polls sought

The party also places several demands to Yunus, including removal of 'one or two' members of interim govt, removal of 'partisan judges'

6h ago