মুন্সিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মার্কেটে লরি, আহত ২

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি মোহাম্মদ আলী প্লাজা মার্কেটে ঢুকে পড়ে। এতে লরিচালক ও তার সহকারী আহত হয়েছেন।
উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি মার্কেটে ঢুকে পড়ে। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি মোহাম্মদ আলী প্লাজা মার্কেটে ঢুকে পড়ে। এতে লরিচালক ও তার সহকারী আহত হয়েছেন।

আজ রোববার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। চালক ও তার সহকারীকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে তাদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'লরিটি ঢাকা থেকে ভবেরচর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মার্কেটে ঢুকে যায়। গাড়িটি সিলগালা করার কারণে ভিতরে কী পণ্য আছে দেখা সম্ভব হয়নি। রেকার এনে গাড়িটি এখান থেকে সরানো হবে।'

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক বলেন, 'লরিচালক ও তার সহকারী আটকে পড়েছিল। তাদেরকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। লরিটি ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিল।'

Comments