নীলফামারীতে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী সেনাসদস্য নিহত

স্টার অনলাইন গ্রাফিক্স

নীলফামারী সদর উপজেলার রামকলা সোনারডাঙ্গা গ্রামে ভুট্টাবাহী ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী এক সেনাসদস্য নিহত হয়েছেন।

নিহত সেনাসদস্য মহিদুল ইসলাম উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের রামকলা সোনারডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সেনাসদস্য মহিদুল ইসলাম যশোর ক্যান্টনমেন্ট থেকে ঢাকা ক্যান্টনমেন্টে বদলি উপলক্ষে প্রাপ্ত ১৫ দিনের ছুটিতে বাড়িতে অবস্থান করছিলেন।

পুলিশ জানায়, তিনি আজ সোমবার বিকালে মোটরসাইকেল যোগে পার্শ্ববর্তী ভূল্লী গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়া মাকে ফিরিয়ে আনতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বের হয়ে কিছুদূর যেতেই নিজ গ্রামের সড়কে বিপরীত দিক থেকে দ্রুতবেগে ছুটে আসা ভুট্টাবাহী ট্রাক্টর তার মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে দ্রুত চিকিৎসার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জুলফিকার আলী নবাব তাকে মৃত ঘোষণা করেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আইনি প্রক্রিয়ায় যথাযথ কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে।'

তিনি আরও বলেন, 'ট্রাক্টরটিকে আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।'

Comments

The Daily Star  | English

Stay alert against conspiracies: Fakhrul

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today urged all to stay alert, warning that conspiracies are underway to once again plunge Bangladesh into new dangers

1h ago