প্রতিমা বিসর্জনে গিয়ে যমুনায় নিখোঁজ ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Jaipurhat_DS_Map
স্টার অনলাইন গ্রাফিক্স

জয়পুরহাট সদর উপজেলায় প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ ২ শিক্ষার্থী মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আজ বৃহস্পতিবার সকালে ছোট যমুনা নদীর চকশ্যাম ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। জয়পুরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শওকত আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাজশাহী থেকে ডুবুরি দল এসে আজ মরদেহ উদ্ধার করেছে।

গতকাল দুপুরে আড়াইটার দিকে শহরের বেল কলোনি কালী মন্দিরের পুরনো কালী প্রতিমা বিসর্জন দিতে এসে চকশ্যাম ঘাটে দুজন নিখোঁজ হন।

এরা হলেন—জয়পুরহাট স্টেশনরোড এলাকার মৃত বিশ্বজিৎ বাষ্পর ছেলে সনজিত বাষ্প (২৩) ও একই এলাকার পরশ রজকের ছেলে তন্ময় রজক (১৬)। তন্ময় এসএসসি পরীক্ষার্থী ও সনজিত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জয়পুরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর বলেন, গতকাল ৭-৮ জন কিশোর ও যুবক প্রতিমা বিসর্জন দিতে গিয়েছিল। বিসর্জন শেষে তারা চকশ্যাম ঘাটে গোসল করছিল। সাঁতার না জানায় সে সময় দুজন তলিয়ে যায়।

Comments

The Daily Star  | English

Foreign observers who endorsed past three polls won’t be allowed: CEC

Experienced and reliable observers will be permitted to monitor the upcoming national election, he says

51m ago