বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাস চালকের সহকারী নিহত, আহত ৬

বগুড়ায় ট্রাক, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে বাস চালকের সহকারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় ২ মোটরসাইকেলের ৪ আরোহী ও বাসের ২ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
ছবি: সংগৃহীত

বগুড়ায় ট্রাক, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে বাস চালকের সহকারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় ২ মোটরসাইকেলের ৪ আরোহী ও বাসের ২ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

আজ বুধবার সকাল ১১টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় করিম পেট্রল পাম্পের সামনে বগুড়া-রাজশাহী আঞ্চলিক সড়কে এ দুর্ঘনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, একটি যাত্রীবাহী বাস বগুড়া থেকে রাজশাহীর উদ্দেশে যাচ্ছিল, বিপরীত দিক থেকে দুটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে বগুড়া দিকে আসছিল। মোটরসাইকেল দুটিকে জায়গা দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে করিম ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে চালকের শরীরের একাংশ বিচ্ছিন্ন হয়ে যায়। বাসের ধাক্কায় ২ মোটরসাইকেলের আরোহীরা রাস্তায় ছিটকে পড়েন। বাসের ২ যাত্রীও আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাস চালকের সহকারীর শরীরের একাংশ বিচ্ছিন্ন হয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে, তবে তাদের শারীরিক অবস্থা কী সেই সম্পর্কে এখন কিছু বলতে পারছি না।

Comments