চাঁদপুরে অটোরিকশাকে বাসের ধাক্কা, নিহত ২

স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁদপুরের মতলব পেন্নাই সড়কে সিএনজিচালিত অটোরিকশাতে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও ছয় জন।

আজ রোববার দুপুরে মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সিএনজিচালক ছিদ্দিকুর রহমান (৫০)। তার বাড়ি চাঁদপুরের মতলব উত্তরের ছোট হলুদিয়া গ্রামে। আহত তপন চৌধুরী (৩৫) মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। তিনি মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শন শেষে সিএনজি ও বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ চাঁদপুর সরকারি হাসপাতালে রাখা আছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বিপ্লব দাস বলেন, 'নিহত সিএনজিচালক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের মধ্যে হাসপাতালে আনা দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।'

Comments

The Daily Star  | English

At least 30 killed as Air India plane with 242 on board crashes near Ahmedabad

It’s the first Dreamliner crash since its 2011 commercial debut, says Aviation Safety Network

3h ago