বাংলামোটরে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীর বাংলামোটর এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় সাধনা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।
দুর্ঘটনা
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর বাংলামোটর এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় সাধনা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।

বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) যোবাইন ফেরদৌস জানান, বাংলামোটর বিশ্ব সাহিত্য কেন্দ্র গলি সংলগ্ন রাস্তা পার হওয়ার সময় বিহঙ্গ পরিবহনের একটি বাস সাধনা বেগমকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বাসটি জব্দ করা গেলেও পালিয়েছেন চালক। তাকে আটকের চেষ্টা চলছে।

সাধনা বেগমের ছোট ভাই সোবহান জানান, তাদের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার অনন্তপুর গ্রামে। সাধনার স্বামীর নাম খালেক মিয়া। পুরাতন ইস্কাটন গার্ডেনের একটি বাড়িতে থাকতেন তিনি ।

সোবহান আরও বলেন, 'তিনি (সাধনা বেগম)  বাজার করার জন্য বের হয়েছিলেন। ফেরার সময় যেখানে দাঁড়িয়ে ছিলেন, সেখানে ২টি বাস রেষারেষি করে চলছিল। তখন বাসের ধাক্কা লাগে তার গায়ে।'

Comments