গাজীপুরে বাসের ধাক্কায় যুবক নিহত

স্টার ডিজিটাল গ্রাফিক্স

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বাসের ধাক্কায় রাকিবুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়ী ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

রাকিবুলের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর সাতবাড়ীয়া গ্রামে। তার বাবার নাম শাহজাহান আলী। রাকিবুল টঙ্গীতে হামীম গ্রুপের একটি কারখানায় চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাকিবুল মোটরসাইকেলে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে গাজীপুরমুখী তাকওয়া পরিবহনের একটি বাস পেছন দিক থেকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তারা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

'তাকওয়া পরিবহনের বাসটি আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন,' বলেন তিনি।

শাহজাহান বলেন, 'আমার ছেলে গত বৃহস্পতিবার বাড়ি আসছিল। ছুটি শেষে আজ সকালেই বের হয়েছিল অফিস করার জন্য। আমার ছেলে আর কোনদিন বাড়ি আসবে না বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।'

Comments

The Daily Star  | English
govt to drop wilful defaulter tag

Govt to drop wilful defaulter tag

Amendments to Bank Company Act also propose smaller boards, reducing family control

12h ago