সাভারে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

savar_28oct22.jpg
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে একটি নির্মাণাধীন বহুতল ভবনের পঞ্চম তলা থেকে পড়ে মো. আনিস মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে সাভার পৌর এলাকার জাহাঙ্গীরনগর সোসাইটির ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

আনিসের বাড়ি কিশোরগঞ্জে। তার বাবার নাম মাসুম উদ্দিন। তিনি সপরিবারে সাভারের বাজার রোড এলাকায় বসবাস করতেন।

আনিসের শ্যালক নবী মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, সকালে কাজে গিয়েছিলেন আনিস। সেখানে খবর আসে ভবন থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন, তাকে সাভার সুপার ক্লিনিক অ্যান্ড হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে গিয়ে তারা মরদেহ দেখতে পান।

ওই ভবনের নিরাপত্তাকর্মী হারুনুর রসিদ ডেইলি স্টারকে বলেন, হাসপাতালে নেওয়া পরে আনিসের মৃত্যু হয়। ভবনটির মালিক জনৈক আরিফ, ফরহাদসহ প্রায় ২০ জন।

ঘটনাস্থলে ঘুরে দেখা গেছে, ভবন নির্মাণ কাজে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার সাহা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

2h ago