কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশার ৪ আরোহী নিহত

কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।
বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।

আজ সোমবার সকাল সোয়া ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস।

নিহতরা হলেন— কুমিল্লার দেবীদ্বার উপজেলার ছোটনা গ্রামের বাবুল মিয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক হাবিবুর রহমান (২২), চান্দিনার মাধাইয়া এলাকার তন্নী (২০), তার মেয়ে মুনতাহা (২) ও অপরজনের পরিচয় জানা যায়নি।

পুলিশের ধারণা, চালক বাদে বাকিরা একই পরিবারের সদস্য।

ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা কাঠের পুল এলাকায় ওই অটোরিকশাটি মোড় ঘুরাচ্ছিল। সেসময় চট্টগ্রামমুখী একটি বাস ধাক্কা দিলে অটোরিকশাচালক ও ৪ যাত্রী সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পর বাকি ২ জনকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় আহত অপর জনকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

Comments