রাশিয়ায় বন্দুকধারীর হামলায় ৬ পুলিশসহ নিহত ৮

মাখাচকালা শহরে বন্দুকধারীদের হামলার দৃশ্যটি একটি ভিডিও থেকে নেওয়া। ছবি: রয়টার্স

রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রে বন্দুকধারীর হামলায় ছয় পুলিশ, এক যাজক ও ন্যাশনাল গার্ডের এক সদস্য নিহত হয়েছেন।

স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার রাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, দাগেস্তানের বৃহত্তম শহর মাখাচকালা এবং উপকূলীয় শহর দেরবেন্তে হামলাগুলো হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা আরআইএ নভোস্তিকে দেওয়া বিবৃতিতে দেশটির ন্যাশনাল অ্যান্টি-টেরোরিজম কমিটি বলেছে, 'রোববার সন্ধ্যায় দেরবেন্ত ও মাখাচকালা শহরে দুটি গির্জা, ইহুদিদের একটি উপাসনালয় ও পুলিশের একটি তল্লাশিচৌকিতে সশস্ত্র হামলা চালানো হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই হামলায় চার্চের এক যাজকসহ (ধর্মপ্রচারক) পুলিশ কর্মকর্তারা নিহত হয়েছেন।'

দাগেস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গয়ানা গারিয়েভা আরআইএ নভোস্তিকে জানিয়েছেন, হামলায় ছয় পুলিশ কর্মকর্তা নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন।

রাশিয়ার ন্যাশনাল গার্ড জানিয়েছে, দেরবেন্তে তাদের একজন কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

দাগেস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি গারিয়েভা আরআইএ নভোস্তিকে বলেছেন, দেরবেন্তে ৬৬ বছর বয়সী এক যাজককে হত্যা করা হয়েছে।

দাগেস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আটজনকে হত্যা করা বন্দুকধারীদের চারজনকে 'হত্যা' করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, হামলাকারীরা পুলিশের গাড়িতে গুলি চালায়।

বন্দুকধারীদের এই হামলাকে 'সন্ত্রাসী কর্মকাণ্ড' হিসেবে আখ্যা দিয়ে ইতোমধ্যে রুশ কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

বাকি বন্দুধারীদের খোঁজে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে বিবিসির প্রতিবেদনে।

Comments

The Daily Star  | English

Govt officials, law enforcers, politicos involved

Finds probe body; ACC preliminary report names 42 perpetrators

1h ago