পাবনায় সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত
পাবনার টেবুনিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে টেবুনিয়ার সিড গোডাউন এলাকায় পাবনা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকরা হলেন—পাবনা সদর উপজেলার দিলালপুর এলাকার বাসিন্দা সুমন ঘোষ (২৬) ও একই এলাকার মো. আরিফুল ইসলাম (২৭)। তারা ঈশ্বরদী উপজেলার কালিকাপুর এলাকার একটি কারখানায় চাকরি করতেন।
পাকশি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ স্যানাল দ্য ডেইলি স্টারকে বলেন, আজ ভোর সাড়ে ৬টার দিকে কারখানার উদ্দেশে তারা পাবনা থেকে মোটরসাইকেলে রওনা হয়েছিলেন। সিড গোডাউন এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী গাড়ি তাদের মোটরবাইকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরিফুল। গাড়িটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ তদন্ত করছে।
Comments