ফ্লাইওভারে মোটরসাইকেলের বেপরোয়া গতি, ছিটকে পড়ে নিহত ২

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারের উপর এ ঘটনা ঘটে।
গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুন
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঈদুল আজহার দিনে গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় অজ্ঞাত দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।

আজ সোমবার সকাল ৭টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারের উপর এ ঘটনা ঘটে।

টঙ্গী পশ্চিম থানার ডিউটি অফিসার আবু বকর দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ঘটনাস্থলে এসআই আল আমীন রয়েছেন।'

পুলিশ জানায়, আজ সকালে তিনজন মোটরসাইকেলে করে মহাসড়কের উপর ফ্লাইওভার দিয়ে যাচ্ছিল। এসময় মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চালানোর কারণে ছিটকে ফ্লাইওভারের উপর পড়ে যায়। এতে দুজন নিহত এবং একজন গুরুতর আহত হন।

আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Comments