বাগেরহাটে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

বাগেরহাটের ফকিরহাটে মোটরসাইকেল ও ইটবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের বলাই শপ নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

বাগেরহাটের ফকিরহাটে মোটরসাইকেল ও ইটবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের বলাই শপ নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মাতলেব খান (৮০), রুহিন খান (২৫) ও সৈকত খান (২৫)। তাদের বাড়ি ফকিরহাট উপজেলার সুগন্ধি গ্রামে। মাতলেব খান এবং রুহিন ও সৈকত সম্পর্ক দাদা-নাতি বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি থেকে মোটরসাইকেলে করে আসা ৩ জন ও বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রলির কাটাখালিতে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাতলেব নিহত হন। আহত রুহিন ও সৈকতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসকরা রুহিনকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য সৈকতকে ঢাকায় পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শেখ বলেন, দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। ট্রলিটি আটক করলেও চালক পলাতক আছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

The Daily Star  | English

Student politics, Buet and ‘Smart Bangladesh’

General students of Buet have been vehemently opposing the reintroduction of student politics on their campus, the reasons for which are powerful, painful, and obvious.

10m ago