মালদ্বীপে নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশি নিহত

মালদ্বীপে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক প্রবাসী বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।
নিহত প্রবাসী শ্রমিক মো. শরিফ উদ্দিন। ছবি: সংগৃহীত

মালদ্বীপে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক প্রবাসী বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মো. শরিফ উদ্দিন কিশোরগঞ্জের মধ্যম পাটধা গ্রামের মো. রমিজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার মালদ্বীপের স্থানীয় সময় বিকেল ৪টায় একটি ভবনের ৫ তলায় কাজ করতে গেলে ছাদ মনে করে ফলস সিলিংয়ে পা রাখা মাত্রই তা ভেঙে নিচে পড়ে যান তিনি।

স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত আই জি এম এইচ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করেন। পরে শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শরিফের মরদেহ মালদ্বীপের রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

শরিফের অকাল মৃত্যুতে বাংলাদেশ দূতাবাসসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটি গভীর শোক প্রকাশ করেছে। শোকের ছায়া নেমে এসেছে তার গ্রামের বাড়িতেও।

লেখক: মালদ্বীপ প্রবাসী সাংবাদিক।

Comments