ঠাকুরগাঁওয়ে হানিফ বাসের চাপায় বাবা মা সহ সন্তান নিহত

ঠাকুরগাঁওয়ে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ সদস্য নিহত হয়েছেন।
হাসপাতালে ব্রিফিং দিচ্ছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ছবি: স্টার
হাসপাতালে ব্রিফিং দিচ্ছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ছবি: স্টার

ঠাকুরগাঁওয়ে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ সদস্য নিহত হয়েছেন।

আজ রোববার সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বিলডাঙ্গী এলাকায় এ ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন। 

নিহতরা হলেন মুথরাপুর গ্রামের মাসুদুর রহমান (৫৫), তার স্ত্রী হামিদা বেগম (৪৫) ও মেয়ে মেহের নেগার সিমি (১৪)।

ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, মাদ্রাসার বার্ষিক পরীক্ষা শুরু হওয়ায় মেয়ে সিমি ও তার মা কে নিয়ে বাবা একই মোটরসাইকেলে করে মথুরাপুর সড়ক দিয়ে উপজেলার লক্ষ্মীপুর মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

মাসুদুর ও তার পরিবারের সদস্যরা ঠাকুরগাঁও–বালিয়াডাঙ্গী সড়কের বিলডাঙ্গী এলাকায় পৌঁছালে বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী হানিফ কোচের সঙ্গে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই হামিদা বেগম নিহত হন।

পরে এলাকাবাসী বাকি ২ জনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী বাকি ২ জনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। ছবি: স্টার
এলাকাবাসী বাকি ২ জনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। ছবি: স্টার

ঘাতক বাসটিকে এখনও আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল।

 

Comments