লালমনিরহাটে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চালক সবুজ ইসলাম (২৬) ও সহযাত্রী ফাহিম হক (২৫)। পুলিশ জানিয়েছে, তারা দুইজনই নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নয়নখোলা ডাঙ্গারহাট গ্রামের বাসিন্দা।
আহত সোহাগ ইসলাম (২৭) বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সানিয়াজান ইউনিয়নের মোকাদ্দেসনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দোয়ানীর তিস্তা ব্যারাজ এলাকা থেকে বড়খাতা অভিমুখে যাওয়া একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেলে ঘটনাস্থলেই সবুজ ও ফাহিম মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত সোহাগকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন্নবী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করেছে।
তিনি বলেন, 'আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।'
Comments