গাজীপুরে টেক্সটাইল কারখানার আগুন ১৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
গাজীপুরের ভবানীপুর এলাকায় টেক্সটাইল কারখানার আগুন ১৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল্লাহ-আল আরেফিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে, আগুন লাগার কারণ এখনো জানতে পারেনি ফায়ার সার্ভিস। তদন্ত করে পরবর্তীতে আগুণ লাগার কারণ নিশ্চিত হওয়া যাবে।
সামিন টেক্সটাইল গ্রুপের নির্বাহী পরিচালক মেজর (অব.) হাফিজ আহমেদ জানান, রাত ১২টায় কাঁচা মালের (তুলার ) গোডাউনের ওপর দিয়ে ধোঁয়া বের হতে দেখে কারখানার কর্মচারীরা। খবর পেয়ে শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের ৩টি এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুণ নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মুহূর্তেই আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, আগুনে বিপুল পরিমাণ কাঁচা মালা (তুলা) পুড়ে গেছে। ওই গোডাউনে প্রায় সাড়ে ৪০০ কোটি টাকার কাঁচা তুলা সংরক্ষিত ছিল।
তিনি দাবি করেন, অগ্নিকাণ্ডে প্রায় ৪০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Comments