এলেঙ্গায় মালবাহী ট্রেন লাইনচ্যুত, বঙ্গবন্ধু সেতু রুটে রেল চলাচল বন্ধ

টাঙ্গাইলের এলেঙ্গায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে জয়দেবপুর-বঙ্গবন্ধু সেতু রুট হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দ‌ক্ষিণাঞ্চ‌লের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। 
বগি লাইনচ্যুত হয়ে যাওয়ায় এলেঙ্গা-জামালপুর মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের এলেঙ্গায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে জয়দেবপুর-বঙ্গবন্ধু সেতু রুট হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দ‌ক্ষিণাঞ্চ‌লের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। 

সোমবার রাত সাড়ে ১০টার দিকে কালিহাতী উপজেলার রাজাবা‌ড়ী লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

টাঙ্গাইলের ঘা‌রিন্দা রেল‌স্টেশ‌ন মাস্টার মোহাম্মদ সো‌হেল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা মালবাহী এক‌টি ট্রেন ঢাকার দি‌কে যাওয়ার সময় রাজাবা‌ড়ী রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ১১ নম্বর ব‌গি লাইনচ‌্যুত হয়।

স্টেশন মাস্টার জানান, ট্রেন লাইনচ‌্যুত হওয়ার বিষয়‌টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে এ দুর্ঘটনার কারণে এলেঙ্গা-জামালপুর মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানা গেছে। 

তবে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, বিকল্প সড়ক ব্যবহার করে যানবাহন চলাচল করছে।  

Comments