দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড

আড়াই ঘণ্টা পর ময়মনসিংহের ৪ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে গেলে ৪টি রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে আড়াই ঘণ্টার চেষ্টায় মেরামতের পর আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।  
আড়াই ঘণ্টা পর ময়মনসিংহের ৪ রুটে রেল চলাচল স্বাভাবিক
আড়াই ঘণ্টা পর ট্রেনটি উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে গেলে ৪টি রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে আড়াই ঘণ্টার চেষ্টায় মেরামতের পর আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আজ শনিবার সকাল ৮টা ১৫ মিনিটের দিকে নগরীর কেওয়াটখালি এলাকায় ট্রেনটির ৪টি চাকা লাইনচ্যুত হয়।

ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-গৌরীপুর রুটের ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়া ঝাঞ্জাইলগামী রেল চলাচল বন্ধ ছিল।

সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে বগিটি উদ্ধার করা হয়। ছবি: স্টার

ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পারদর্শক দীপক কুমার পাল দ্য ডেইলি স্টারকে জানান, ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী 'নাসিরাবাদ এক্সপ্রেস' ট্রেন ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে কেওয়াটখালি এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। পরে কেওয়াটখালি লোকোসেডের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে বগিটি উদ্ধার করেন।

 

Comments