নোয়াখালী

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু

নোয়াখালীর কবিরহাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।  
সিলিন্ডার বিস্ফোরণ
প্রতীকী ছবি

নোয়াখালীর কবিরহাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।  

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উপদ্দি লামছি গ্রামে শিশুটির নানাবাড়িতে এ ঘটনা ঘটে।    

মৃত মোহাম্মদ শাওন ওরফে রাহাদ (৮) একই গ্রামের মো. নুরুদ্দিন লিটনের ছেলে।    

চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন টিটু দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে চেয়ারম্যান বলেন, 'মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নানাবাড়িতে শিশুটি ঘুমিয়ে ছিল। সে সময় পরিবারের অন্যরা বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। হঠাৎ ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুরো ঘরে আগুন ধরে যায়। এতে ঘরে থাকা শিশুটি আগুনে দগ্ধ হয়ে মারা যায়।' 

জানতে চাইলে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘরে ঘুমিয়ে থাকা শিশুটিও দগ্ধ হয়ে মারা যায়।'

Comments