টাঙ্গাইলে ট্রেনে কাটা প‌ড়ে মৃত্যু ২

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে ট্রেনে কাটা প‌ড়ে ২ জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। আজ বৃহস্পতিবার সকা‌লে রেলও‌য়ে পু‌লি‌শ মর‌দেহ উদ্ধার ক‌রে।

আজ ভোররাত আড়াইটার দিকে জয়দেবপুর-বঙ্গবন্ধু রেললাই‌নের হা‌তিয়া এলাকায় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ওই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

নিহতরা হ‌লেন, পাবনা জেলার সা‌থিয়া উপ‌জেলার কা‌শিনাথপুর গ্রা‌মের চঞ্চল সিকদা‌রের ছে‌লে সাগর (৩৫) ও একই জেলার আহাম্মপুর গ্রা‌মের লিয়াকতের ছে‌লে সজীব (৩৩)।

স্থানীয়রা জানান, সাগর ও সজীব প্রাই‌ভেটকারযো‌গে পাবনা যাচ্ছিলেন। প‌থে বঙ্গবন্ধু সেতু পূর্ব সংযোগ সড়‌কের হা‌তিয়া এলাকায় অজ্ঞাত এক‌টি প‌রিবহন তাদের কারটি চাপা দিলে তা মহাসড়‌কের পা‌শে প‌ড়ে যায়। এসময় তারা প্রাই‌ভেটকার‌টি উদ্ধা‌রের চেষ্টা ক‌রে। পরে তারা রেললাইনের উপর সিগারেট খেতে খেতে হাটাহা‌টি করার সময় ট্রেনে কাটা প‌ড়ে মারা যান।

খবর পেয়ে সকা‌লে রেলওয়ে পুলিশ (জিআরপি) ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

টাঙ্গাইল রেলও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক দ্য ডেইলি স্টারকে ব‌লেন, 'ময়নাতদন্ত শেষে মর‌দেহ তাদের পরিবারের কা‌ছে হস্তান্তর করা হ‌য়েছে।'

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

9h ago