খুলনায় পাটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
খুলনার আড়ংঘাটা এলাকায় পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।
খুলনার আড়ংঘাটা এলাকায় পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।
আজ শনিবার দুপুর আড়াইটায় খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস অফিসের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দুপুর ১২টা ৩৯ মিনিটে অগ্নিকাণ্ডের তথ্য আমরা জানতে পেরেছি। দৌলতপুর, খালিশপুর, খান জাহান আলী ও সদর থেকে আমাদের ৭টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।
Comments