নববর্ষ শোভাযাত্রার মোটিফ ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ কে বা কারা পুড়িয়ে দিয়েছে: ঢাবি চারুকলা

নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে বানানো দুটি মোটিফ পুড়িয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে চারুকলা অনুষদ জানিয়েছে, আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে। কে বা কারা আগুন দিয়ে এসব মোটিফ পুড়িয়ে দিয়েছেন।

এ ঘটনায় শাহবাগ থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

ছবি: আনিসুর রহমান/স্টার

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনের লক্ষ্যে আনন্দ শোভাযাত্রার জন্য বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা বিভিন্ন প্রতীকী মোটিফ বানান। অন্যান্য মোটিফের সঙ্গে প্রতীকী দানবীয় ফ্যাসিস্টের মোটিফ তৈরি করা হয়। অনুষদের দক্ষিণ পাশের গেট–সংলগ্ন জায়গায় প্যান্ডেলের ভেতরে এই মোটিফগুলো রাখা হয়। কে বা কারা এর মধ্য থেকে ফ্যাসিবাদের মুখাকৃতির মোটিফটি পুড়িয়ে দেয়। এ ঘটনায় শান্তির পায়রা মোটিফটিও আংশিক পুড়ে গেছে।

আজ ভোর ৪টা ৫০ মিনিটের দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ছবি: আনিসুর রহমান/স্টার

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ভোর ৪টা ৪৫ মিনিট থেকে ভোর ৫টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তখন দায়িত্বরত মোবাইল টিমের সদস্যরা ফজরের নামাজ আদায়ের জন্য গিয়েছিলেন। তখনই হয়তো এ কাজ করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এবার নববর্ষের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে 'নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান'। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারকার প্রধান মোটিফ ছিল 'ফ্যাসিবাদের মুখাকৃতি'। এটির উচ্চতা ২০ ফুট। এই মোটিফে বাঁশ ও বেত দিয়ে দাঁতাল মুখের এক নারীর মুখাবয়ব বানানো হয়। মাথায় খাড়া চারটি শিং, হাঁ করা মুখ, বিশালাকৃতির নাক ও ভয়ার্ত দুটি চোখ। এটিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে ধারণা করেছিলেন অনেকে।

 

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

8h ago