গাইবান্ধায় ট্রাকচাপায় অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের সোনারপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত আটোরিকশার ১ যাত্রী নিহত এবং আরও ৬ যাত্রী আহত হয়েছেন।
আজ সোমবার সকাল ১০টায় গোবিন্দগঞ্জ থেকে মহিমাগঞ্জগামী বালুবাহী মিনি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে জানান গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক বুলবুল ইসলাম।
নিহত নারী যাত্রীর নাম দুলালী বেগম (৪২)। তিনি গোবিন্দগঞ্জের উত্তর সোলাগাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন।
আহতরা হলেন— গোবিন্দগঞ্জ উপজেলার খিরিপাড়া গ্রামের মো. মানিক (২৭), কলাকাটা গ্রামের শাহ আলম (৫০), মালঞ্চা গ্রামের লাল মিয়া (৩৫), পাঁচবাড়িয়া গ্রামের আফজাল হোসেন (৩৫), পলাশবাড়ী গ্রামের রুবেল মিয়া (৩৮), ও হাবিবপুর গ্রামের এনামুল (৩৫)।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোশতাক আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'দুর্ঘটনায় আহত ৭ জন রোগীকে এখানে আনা হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে আনার আগেই একজন নারী যাত্রী মারা যান। বাকি ৬ জনের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে।'
পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক ও সহকারীকে এখনো খুঁজে পায়নি বলে জানিয়েছে পুলিশ।
Comments