বাবার মোটরসাইকেল থেকে পড়ে গেল মেয়ে, চাপা দিলো ট্রাক

ময়মনসিংহে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
দুর্ঘটনা
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

ময়মনসিংহে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার বিকেল ৩টার দিকে নগরীর চাইনামোড় ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তোবা আক্তার (১৬) নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লিটন মিয়ার মেয়ে। সে গত বছর এসএসসি উত্তীর্ণ হয়েছেন।

এসআই মো. আসাদুজ্জামান বলেন, 'লিটন মিয়া তার মেয়ে তোবাকে নিয়ে মোটরসাইকেলে করে ময়মনসিংহ থেকে কলমাকান্দার দিকে যাচ্ছিলেন। পথে চাইনামোড় ব্রিজে ওঠার সময় মোটরসাইকেলের পেছন থেকে তোবা পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তোবাকে চাপা দেয়।'

এতে ঘটনাস্থলেই তোবা মারা যায় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সে সময় তোবার বাবা লিটনও মোটরসাইকেল নিয়ে পড়ে যান। তবে, তার অবস্থা গুরুতর নয়।

স্থানীয়রা খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তোবার মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments