জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

অটোরিকশার তিনজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

জামালপুর সদর উপজেলায় বালুবাহী ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলে ৫টার দিকে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের জামালপুর-ময়মনসিংহ সড়কে ভারুয়াখালি বাজারে কৃষি ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাব্বাত কবীর বলেন, 'ময়মনসিংহগামী বালুবাহী ট্রাকচাপায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার তিনজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।'

নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

Comments