লঞ্চের ধাক্কায় প্রাণ গেল নৌকায় ঘুমন্ত জেলের, নিখোঁজ ২

চাঁদপুরে মেঘনা নদীতে বরিশালগামী এমভি কর্ণফুলী-৩ লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে আব্দুল জলিল (১৫) নামের এক কিশোর জেলে নিহত হয়েছে।
চাঁদপুর
স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁদপুরে মেঘনা নদীতে বরিশালগামী এমভি কর্ণফুলী-৩ লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে আব্দুল জলিল (১৫) নামের এক কিশোর জেলে নিহত হয়েছে।

এ ঘটনায় মো. রিয়াদ (১৭) ও মো. মোক্তার (১৮) নামের আরও ২ জেলে নিখোঁজ। তারা ৩ জনই ইব্রাহিমপুর ইউনিয়নের ঈদগাহ বাজারের বাসিন্দা।

চাঁদপুর হরিণা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান আজ সোমবার জানান, রোববার গভীর রাতে উপজেলার হরিণা এলাকায় ৪ জেলে নদীতে জাল ফেলে নৌকায় ঘুমিয়ে ছিল। ঘন কুয়াশা ছিল তখন। এ সময় ঢাকা থেকে বরিশালগামী এমভি কর্ণফুলী-৩ লঞ্চটি নৌকাটিকে ধাক্কা দেয়। এতে ৪ জেলেই নদীতে তলিয়ে গেলেও মো. ফারুক (২০) নামের এক জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। বাকি ৩ জনের মধ্যে আব্দুল জলিলের মরদেহ ভেসে উঠেছে। অন্য ২ জেলে আজ সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ।

চাঁদপুর নৌ পুলিশ সুপার কামরুজ্জামান বলেন,'আমরা এ বিষয়ে মামলা নিয়ে লঞ্চের বিরুদ্ধে ব্যবস্থা নেব।'

Comments

The Daily Star  | English
interim government's dialogue with political parties on Oct 5

Govt forms 8-member judiciary reform commission

The government has constituted an eight-member commission headed by Justice Shah Abu Nayeem Mominir Rahman with a view to proposing necessary reforms to make the judiciary independent, impartial and effective

37m ago