গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ কলেজ শিক্ষার্থীসহ নিহত ৩
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ কলেজ শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় কালিয়াকৈরের মেদীআশুলাই এলাকায় ট্রাক চাপায় একজন দিনমজুর এবং সকাল সাড়ে ৯টায় শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী (পাগলা) ব্রিজে ২ কলেজি শিক্ষার্থী নিহত হন।
নিহতরা হলেন— টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাদচাল গ্রামের দিনমজুর মিয়া চাঁন (৬০)। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শাকিল হোসেন (১৮) এবং কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে সিয়াম (১৮)।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাশার জানান, ২ মাস আগে কাজের সন্ধানে মিয়া চাঁন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় আসেন। শুক্রবার ভোরে সিএনজিযোগে মাওনা থেকে কালিয়াকৈর যাওয়ার জন্য রওনা হন। কালিয়াকৈরের মেদিআশুলাই এলাকায় পৌঁছলে মিয়া চাঁন সিএনজি থেকে পড়ে যান। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, গাজীপুর বিজিএমইএ কলেজের ২ শিক্ষার্থী মোটরসাইকেলযোগে গাজীপুর যাচ্ছিলেন। প্রহলাদপুর-গাজীপুর সড়কের ডুমনী (পাগলা) স্টিলের ব্রিজে উঠার সময় তারা মোটরসাইকেল থেকে পড়ে যান। এসময় ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ২ জনই মারা যান।
Comments