জুনে ৭৪৩ সড়ক-রেল-নৌ দুর্ঘটনায় নিহত ৭৮০, আহত ১৯১৬: যাত্রী কল্যাণ সমিতি

জুন মাসে সারাদেশে ৭৪৩টি সড়ক-রেল-নৌ দুর্ঘটনায় মোট ৭৮০ জন নিহত ও এক হাজার ৯১৬ জন আহত হয়েছে বলে উঠে এসেছে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে।

দেশের জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করেছে সংস্থাটি।

আজ বৃহস্পতিবার যাত্রী কল্যাণ সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুনে ৬৭১টি সড়ক দুর্ঘটনায় ৭১১ জন নিহত ও এক হাজার ৯০২ জন আহত; রেলপথে ৫৪টি দুর্ঘটনায় ৫৬ জন নিহত ও ১৪ জন আহত এবং নৌ-পথে ১৮টি দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, এই সময়ে ২২৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৪৪ জন নিহত ও ২১২ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩৩.৩৮ শতাংশ, নিহতের ৩৪.৩১ শতাংশ ও আহতের ১১.১৪ শতাংশ।

যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, জুনে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে মোট ১৬০টি সড়ক দুর্ঘটনায় ১৭২ জন নিহত ও ৫৮৮ জন আহত হয়েছেন। বিপরীতে সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে সিলেট বিভাগে—২৫টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছে।

 

Comments

The Daily Star  | English

Economist Abul Barkat held in corruption case

Prof Abul Barkat was the chairman of state-owned Janata Bank PLC

37m ago