মাইক্রোবাস চাপা দিয়ে নারীকে হাসপাতালে নিলেন চালক, পালালেন মৃত শুনে

দুর্ঘটনা
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

ভোলা সদরে এক নারীকে মাইক্রোবাস চাপায় জখম করার পর স্থানীয়দের চাপে পড়ে হাসপাতালে নিয়ে যান চালক। কিন্তু সেখানে চিকিৎসক নারীকে মৃত ঘোষণা করলে পালিয়ে যান তিনি।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জয়নাব বিবি (৫০) ভোলা সদরের পূর্বচর ইলিশার মোজাম্মেল হোসেনের স্ত্রী। চালকের পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ তাকে খুঁজছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভোলা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ জানান, সকালে দিকে ভোলা থেকে একটি দ্রুতগতির মাইক্রোবাস ইলিশা ফেরিঘাটের দিকে যাচ্ছিল। এ সময় পূর্ব চর ইলিশা থেকে ভোলা -ইলিশা সড়কের গোডাউন পয়েন্টে রাস্তা পার হচ্ছিলেন জয়নাব বিবি। মাইক্রোবাসটি জয়নব বিবিকে চাপা দিলে স্থানীয়রা মাইক্রোবাসটি আটক করে। তাদের চাপে পড়ে ওই গাড়িতেই গুরুতর আহত জয়নব বিবিকে নিয়ে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে যান চালক।

সেখানে কর্তব্যরত চিকিৎসক জয়নব বিবিকে মৃত ঘোষণা করলে মাইক্রোবাস চালক পালিয়ে যান। পরে পুলিশ মাইক্রোবাসটি জব্দ করে।

পলাতক চালকের খোঁজে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Comments

The Daily Star  | English

4 hurt in RU clashes

The confrontations took place in four separate incidents, spanning from last night and today

3h ago