সিলেটে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, শিশুসহ আহত ৬
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ প্রাইভেট কারের ৬ আরোহী আহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে উপজেলার তেতলী এলাকায় হাবিব হোসেন অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তবে প্রাথমিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ওসি জানান, বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেট কারটি দুমড়ে যায়।
এসময় গাড়িতে থাকা চালকসহ আরোহীদের সবাই গুরুতর আহত হন বলে জানান তিনি।
আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Comments