ট্রাক্টর ও অটোরিকশাকে চাপা দিলো বাস, প্রাণ গেল ২ জনের

এ ঘটনায় আরও ৩ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনা
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ট্রাক্টর ও অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দিয়েছে। এতে ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন।

আজ সন্ধ্যা ৬টায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার সেলিম (৪৫) ও শান্ত (২০)। তাদের মধ্যে সেলিম অটোরিকশার যাত্রী এবং শান্ত ট্রাক্টরের চালকের সহকারী।

পলাশবাড়ী থানার সাব ইন্সপেক্টর শহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, সন্ধ্যায় মাঠেরহাট থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা এবং একটা ট্রাক্টর পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। ঢাকা থেকে আসা একটি বাস বিপরীত দিকে যাচ্ছিল। মাঝিপাড়া এলাকায় অটোরিকশাটি ট্রাক্টরকে ওভারটেক করার সময় বাসটি বিপরীত দিক থেকে এসে অটোরিকশা এবং ট্রাক্টরটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাক্টরের হেলপার এবং অটোরিকশার এক যাত্রী মারা যান।

এ ঘটনায় আরও ৩ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি।

Comments