ভালুকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা পাকিস্তানি মিলের সামনে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।
ভালুকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
ছবি: স্টার

ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা পাকিস্তানি মিলের সামনে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে।  

নিহত দুজন হলেন, মাওলানা আব্দুস সাত্তার (২৮) ও মাওলানা সাজ্জাদ (২৯)। 

মাওলানা সাজ্জাদ হোসেনের বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলায় এবং মাওলানা আব্দুস সাত্তারের বাড়ি ময়মনসিংহ সদরে।
 
ভালুকা মডেল থানার ওসি মো. কামাল হোসেন জানান, তারা ২ জন কাঁচামাল নিয়ে ময়মনসিংহ থেকে ঢাকা যাওয়ার পথে আজ ভোর ৫টায় ভরাডোবা পাকিস্তানি মিলের সামনে ইউটার্নে দাঁড়ানো একটি বালির ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মরদেহ উদ্ধার মরে মর্গে পাঠানো হয়েছে উল্লেখ করে ওসি জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা ওসি। 

এ ছাড়া গাড়ি ২টি আটক করেছে পুলিশ।
 

Comments

The Daily Star  | English
interim government's dialogue with BNP

Reforms ahead of polls: BNP waits with cautious optimism

Having weathered a very difficult 15 years as de facto opposition, the BNP now wants only the essential reforms done to ensure free and fair polls.

14h ago