ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার আঙিনা ব্রিজে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন।
দুর্ঘটনা
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার আঙিনা সেতুতে ট্রাক-চাপায় মোটরসাইকেলের ২ আরোহীর নিহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

তিনি বলেন, 'দ্রুতগামী ট্রাকচাপায় নিহত ২ জনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যান। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের রাজবাড়ি রাস্তার মোড় এলাকা থেকে মোটরসাইকেল ২ তরুণ শহরের দিকে যাচ্ছিলেন। অপরদিকে মাটি ভর্তি একটি ট্রাক শহরের দিক থেকে রাজাবাড়ি রাস্তার মোড় এলাকায় যাচ্ছিল। পরে সেতুর ওপর ওই ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই ২ জন নিহত হন।

নিহতরা হলেন- ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের বৈঠাখালী গ্রামের বাসিন্দা মহেন্দ্র এলাহী শেখের ছেলে মো. ইনজামুল শেখ (২১)। নিহত অপরজন রাকিবুল (২০) ফরিদপুর শহরতলীর ব্রাহ্মণকান্দা মহল্লায়।

Comments