বাংলাদেশ

দেশে চালানো যাবে ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল

দেশের সড়কে এখন থেকে ৩৭৫ সিসি পর্যন্ত দেশে উৎপাদিত মোটরসাইকেল চলাচল করতে পারবে।
মোটরসাইকেল
ফাইল ছবি

দেশের সড়কে এখন থেকে ৩৭৫ সিসি পর্যন্ত দেশে উৎপাদিত মোটরসাইকেল চলাচল করতে পারবে।

আজ বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিআরটিএর পরিচালক (প্রকৌশল) সিতাংশু শেখর বিশ্বাস আজ রাতে দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখন থেকে ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল নিবন্ধন এবং চালানোর অনুমতি দেওয়া হবে।'

প্রজ্ঞাপনে বলা হয়, 'স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তক্রমে দেশীয় শিল্প খাতের বিকাশ ও সম্প্রসারণের লক্ষ্যে বিদ্যমান ১৬৫ সিসির পাশাপাশি দেশের অভ্যন্তরে উৎপাদিত ৩৭৫  সিসি পর্যন্ত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন প্রদান করা যাবে।'

এত দিন দেশের সড়কে ১৬৫ সিসির ওপর মোটরসাইকেল চলাচলের সুযোগ ছিল না।

Comments